সন্ত্রাসের আঁতুড়ঘর রামপুর | Seba Binodon

সন্ত্রাসের আঁতুড়ঘর রামপুর ! বিজেপি কর্মী বাড়িতে ফিরতেই অতর্কিত আক্রমণ তৃণমূলের, বিষপান দিশেহারা বিজেপি কর্মীর স্ত্রীর।


তুফানগঞ্জ:: ভোট পরবর্তী হিংসায় দীর্ঘদিন বাড়ি ছাড়া ছিলেন রামপুরের বিজেপি কর্মী রাখাল দাস। শুক্রবার বাড়িতে ফিরতেই তার বাড়িতে এসে ওই বিজেপি কর্মীকে মারধরের পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায়। লজ্জায় ও অপমান বোধ করায় বিষপান করেন ওই বিজেপি কর্মীর স্ত্রী রুমাদাস । ঘটনাটি বক্সিরহাট থানার তুফানগঞ্জ ২ নং ব্লকের রামপুর ২নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা । তৃণমূল নেতার বাড়ির সামনে থেকে বিষ পান অবস্থায় বিজেপি কর্মীর স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার অবস্থা স্থিতিশীল থাকায় তাকে নিয়ে যাওয়ায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ।



ইতিমধ্যেই ওই বিজেপি কর্মীর স্ত্রী কে দেখতে মহাকুমা হাসপাতালে পৌঁছান তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়িকা মালতী রাভা রায় । যদিও অভিযোগ অস্বীকার রামপুর ২ নং তৃণমূলের অঞ্চল সভাপতি তথা ব্লক সহ-সভাপতি নিরঞ্জন সরকারের ।

 


তার দাবি বিজেপি মিথ্যা রাজনীতি করছে তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য। যদিও গোটা ঘটনায় বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে ওই পরিবার সূত্রে জানানো হয়েছে । ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ি পুলিশ । 

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন