আবক্ষ মূর্তিতে মাল্যদান করে 112' তম মৃত্যুবার্ষিকী উদযাপন
তুফানগঞ্জ,৯ই সেপটেম্বর 2022:- দি কুচবিহার রয়েল ফ্যামিলি সাকসেসর্স ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলে পালিত হল মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের 111' তম মৃত্যু বার্ষিকী এবং 112 তম মৃত্যু দিন।
অনুষ্ঠানে হাজির ছিলেন ট্রাস্টের সম্পাদক কুমার বিরাজেন্দ্র নারায়ণ, তুফানগঞ্জ এন.এন.এম হাই স্কুলের প্রাক্তন শিক্ষক গোবিন্দ দাস, তুফানগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক সুব্রত দেবনাথ,বিশিষ্ট আইনজীবী পার্থ বর্মা এবং সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও কোচবিহারের মহারাজা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন সংশ্লিষ্ট ওই ট্রাস্টের সম্পাদক পেশায় হাইস্কুল শিক্ষক কুমার বিরাজেন্দ্র নারায়ণ।