গ্রামীন ডাক্তারদের চিকিৎসার মান আরো উন্নততর করে তুলতে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করে আসছে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন প্রগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।
প্রগ্রেসিভ মেডিকেল প্রাকটিশনার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কোচবিহার জেলা সম্পাদক বিপ্লব দেবনাথ বলেন যে তারা দীর্ঘদিন থেকে রাজ্য ও কেন্দ্রের কাছে গ্রামীন চিকিৎসকদের ছয় মাসের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে সরকারি উদ্যোগে শংসাপত্র প্রদানের আন্দোলন করে আসছেন।
অবশেষে তাদের সংগঠনের চাপে বাধ্য হয়ে রাজ্য সরকার প্রথম দফায় কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার বাছাই করা ৫০ জন গ্রামীণ চিকিৎসককে নিয়ে কোচবিহার মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অন্তর্গত সরকারী নার্সিং স্কুলে বিশেষ প্রশিক্ষণ শিবির চালু করলেন।
তবে আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে এই বিশেষ প্রশিক্ষণ চালু রাখার জন্য সমস্ত রকম আন্দোলন চালিয়ে যাবেন বলে প্রগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কোচবিহার জেলা সম্পাদক বিপ্লব দে চ্যানেল সেবা বিনোদনকে জানিয়েছেন।