উচ্চমাধ্যমিকে স্বল্প সময়ে অল্প প্রশ্নে বাজিমাত করতে দর্শনের প্রশ্ন বিচিত্রা প্রকাশ মুর্শেদ আলির।

ইতিমধ্যে শেষ হয়েছে বাংলার অধিকাংশ হাইস্কুলের উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষা। আর হাতে গোনা কয়েকটা দিন বাদে শুরু হয়ে যাচ্ছে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পর্বের পরীক্ষা। পড়াশুনার প্রস্তুতি নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে চলছে শেষ মুহূর্তের মরণপণ লড়াই। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় বাজিমাত করতে প্রত্যেকেই বদ্ধ পরিকর।
 
 ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয়তার কথা ভেবে স্বল্প সময়ের অল্প প্রশ্নেই পরীক্ষায় বাজিমাত করতে তুফানগঞ্জ মহকুমার একমাত্র সুপরিচিত দর্শন বিভাগের শিক্ষক মুর্শেদ আলি নবরূপে দর্শন বিষয়ে "প্রশ্ন প্রশ্ন খেলা" নামে একটি প্রশ্নবিচিত্রা প্রকাশ করলেন। যাতে দশটি চ্যাপ্টার থেকে ঝেড়ে ঝেড়ে কিছু বাছাই বাছাই শর্ট কোয়েশ্চন নির্বাচন করা হয়েছে। 2023'র এটি দ্বিতীয় সংস্করণ। সকলের কথা ভেবে বইটির বিক্রয় মূল্য 45 টাকা ধার্য্য করা হয়েছে। 

  সংশ্লিষ্ট ওই প্রশ্ন বিচিত্রার হুবহু উত্তরপত্রও লোকনাথ প্রিন্টার্স থেকে সংগ্রহ করা যাচ্ছে।


 

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন