পৈতৃক সম্পত্তির একটি গাছ বিক্রিকে কেন্দ্র তুমুল দ্বন্দ্বে জড়ালো সহোদর দুই ভাই। ছোট ভাই তপন বর্মন বড় ভাই গৌতম বর্মনকে না জানিয়ে পিতৃ সম্পত্তিতে গড়ে ওঠা একটি গাছ কাছাকাছি এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। ছোট ভাই গাছ বিক্রি করায় তিনিও একটি গাছ বিক্রি করার জন্য তোরজোড় শুরু করতেই মদ্যপ অবস্থায় দুই ভাইয়ের মধ্যে তুমুল দ্বন্দ্ব বেঁধে যায়।
এক সময় বড় ভাই গৌতম বর্মন প্রচন্ড আক্রোশবশত: নিজের বাড়িতে থাকা একটি বড় মাপের কুড়ুল দিয়ে ছোট ভাইয়ের মাথায় এবং পায়ের চরুতে উপর্যুপরি আক্রমণ করতে থাকলে মুহূর্তেই রক্তাক্ত অবস্হায় ভূপতিত হয় ছোট ভাই তপন বর্মন।
মরনাপন্ন অবস্থায় তপন বর্মনকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে কোচবিহার মিশন হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে ICU'তে রয়েছেন।
বড় ভাই গৌতম বর্মন একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে তিনিও জখম হন।গতকাল তিনি MJN হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
ঘটনার আকস্মিকতায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।