জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গ্রামীন সালিশি সভায় নির্যাতনের শিকার হয়ে তুফানগঞ্জ থানায় বার বার অভিযোগ জানানোর চেষ্টা করেও থানায় অভিযোগ না নেওয়ায় শেষ পর্যন্ত তিনি নাটাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তায় শুয়ে পড়ে পথ অবরোধ করলে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ওই অবরোধকারী মহিলাকে জোর করে পুলিশ ভ্যানে তোলার সময় এক পুলিশ আধিকারিক মহিলাটিকে চুলের মুঠি ধরে বুকে ঘুষি মারেন।
অনাকাঙ্ক্ষিত এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। সংশ্লিষ্ট ওই পুলিশ কর্মীর কে কোচবিহার পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।
বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে যে সংশ্লিষ্ট ওই পুলিশ অফিসার আগামী মাসের 31 তারিখে অবসর গ্রহণ করতে চলেছেন।
নির্যাতনে অভিযুক্ত দুষ্কৃতিকে গ্রেপ্তার না করে উল্টে নির্যাতিতা মহিলাকে নির্যাতন করে তার বিরুদ্ধেই পুলিশ নতুন করে মামলা রুজু করে কোর্টে তুললে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজত দেন।
উক্ত ঘটনার প্রতিবাদে নিগৃহকারী পুলিশ অফিসারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের দাবিতে গতকাল কুচবিহার এসপি অফিসে স্মারকলিপি প্রদান করেন এ আই এম এস এস। 0 এছাড়াও তুফানগঞ্জ মহকুমা শাসকের কাছেও একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আজ সি পি ডি আর এস এর পক্ষ থেকে মহকুমা শাসক এবং তুফানগঞ্জ থানায় স্মারকলিপি প্রদান করা হতে পারে বলে সূত্র মারফৎ জানা গেছে।