কোচবিহার ১নং ব্লকের বড় আঠারোকোটায় বন্যা বিধ্বস্ত এলাকায় ছাত্র সংগঠন এ.আই.ডি.এস.ও'র উদ্যোগে এলাকার ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। বন্যার্ত ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য ও জেলা প্রশাসনকে বার বার দাবিপত্র পেশ করা হলেও বই খাতা ভেসে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য সরকার শিক্ষা সামগ্রীর কোনো ব্যবস্থা করেনি।
কারো ১০ দিন তো কারো মাত্র ১ মাস পর পরীক্ষা! স্বল্প সময়ে পরীক্ষা প্রস্তুতির জন্য ছাত্র সংগঠন AIDSO'র জেলার ছাত্রছাত্রী ও শিক্ষাপ্রেমী মানুষদের কাছে "একটি কলম একটি খাতা, আর আমাদের মানবতা" স্লোগানে আহ্বান রেখেছিল।
ছাত্রছাত্রীরা খাতা কলম ও তাদের পুরনো পাঠ্যপুস্তক তাঁদের কর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন। আজ কোচবিহার ১নং ব্লকের অন্তর্গত (তোর্ষা নদীর তীরবর্তী) আঠারোকোটা এলাকায় খাতা, কলম ও পাঠ্যপুস্তক প্রদান করে সংশ্লিষ্ট ওই ছাত্র সংগঠনের স্থানীয় নেতারা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি বৈশাখী নন্দী, জেলা কোষাধ্যক্ষ রূপালী সরকার, জেলা কমিটির সদস্য দয়াল বর্মন, রতিকা বর্মন ও সাতমাইল ইউনিট ইনচার্জ দেবাশীষ অধিকারী প্রমূখ।