সাম্প্রতিক কালের প্রলয়ংকারী ভয়াবহ বন্যায় অসংখ্য গবাদি পশু এবং প্রায় ৩৪ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জলের স্রোতের তোড়ে বসতবাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।
পলির তলায় মিশে গিয়েছে সবুজ ক্ষেত। গবাদি পশুর চারণ ভূমিও পলির তলায় বুঝে যাওয়ায় বন্যা বিধ্বস্ত সংশ্লিষ্ট এলাকা যেন ধূ ধূ মরুভূমি। পেটের অসহ্য ক্ষুধা নিবারণের জন্য কাতরাচ্ছে গবাদি পশুর দল।
বন্যা পরবর্তীকালীন সময়ে ক্ষুধার্ত গবাদি পশুর ত্রাতা হিসেবে দেখা দিল বেঙ্গল প্রগ্রেসিভ ভেটেরিনারি প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনকে।
কোচবিহার ,আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার যৌথ উদ্যোগে বন্যা বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত গৃহপালিত পশুদের ভেটেরিনারি মেডিকেল অফিসারের নেতৃত্বে ফ্রি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
যথাসম্ভব ঔষধপত্র, পশু খাদ্য দিয়ে সামাজিক ভারসাম্য রক্ষাকারী গৃহপালিত পশুদের পাশে থাকার চেষ্টা করেন বেঙ্গল প্রগ্রেসিভ ভেটেরিনারি প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন।
এই ক্যাম্প থেকে প্রায় দেড় শতাধিক গৃহপালিত পশুকে এক লক্ষাধিক মূল্যের ঔষধপত্র ও খাদ্য বিতরণ করা হয়।