উত্তর ধলপল,তুফানগঞ্জ,২৪ নভেম্বর : যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষ কেমন যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পরছে। রাজনীতির কদর্য পঙ্কিলতায় মানুষের মৃত্যু পশ্চিমবঙ্গে একটা নিত্যনৈমিত্তিক ঘটনায় পর্যবসিত হয়ছে। যেকোন মৃত্যুই বেদনাদায়ক তবে রাজনীতির হিংস্র অন্ধ আঘাতে প্রাণ বিয়োগ আশাতীত তাৎপর্যবহ। গত কয়েক দিন আগে তুফানগঞ্জের বলরামপুরে এক বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয়, যার উত্তাপে এখনও উত্তপ্ত তুফানগঞ্জ। সেই উত্তাপের আগুন থামতে না থামতে নতুন করে আরও এক নৃশংস মৃত্যুর ঘটনায় আবারও উত্তপ্ত হচ্ছে তুফান গঞ্জ। যদিও এই মৃত্যুতে রাজনৈতিক কোনো ইন্ধনের সন্ধান পাওয়া যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য যে কয়েক দিন যাবৎ উত্তর ধলপলের বেশ কিছু জায়গায় গভীর রাতে শস্য খেতে চোরা-গোপ্তা হামলা চালিয়ে আস্ত শস্য ক্ষেত নষ্ট করে দেওয়া হচ্ছে।
আর এই ঘটনায় সঙ্গত কারণেই ক্ষোভে ফুঁসছে উত্তর ধলপলের শস্য খেত ক্ষতিগ্রস্ত জমির মালিক সকল
আর তাই গতকাল গোবর্ধন পূজা উপলক্ষে উত্তর ধলপলে ৯/৫ নম্বর বুথে অনুষ্ঠান হচ্ছিল । সোমবার গভীর রাতে অনুষ্ঠান থেকে ফেরার পথে কয়েকজন স্থানীয় যুবক অজ্ঞাত পরিচয়(৫০) ওই ব্যক্তিকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখে ৷ এলাকায় অপরিচিত ব্যাক্তি দেখতে পেয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ । ঐ ব্যাক্তির কথায় অসংগতি ধরা পড়ায় তাকে গাছে বেঁধে পেটানো হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের মারে অসুস্থ হয়ে পরে ঐ ব্যাক্তি । ব্যাক্তি অসুস্থ হতেই এলাকা ছাড়ে স্থানীয়রা । অন্যদিকে এই খবর পৌছায় তুফানগঞ্জ থানায় । খবর পেয়েই তুফানগঞ্জ থানার পুলিশ পৌছায় ঘটনাস্থলে । পুলিশ পৌছে আহত অবস্থায় ঐ ব্যক্তিকে নিয়ে আসে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে । হাসপাতালের ডাক্তাররা তাকে পরীক্ষা করে জানান তিনি মৃত । ডাক্তার মৃত বলে ঘোষণা করতেই মাঠে নামে পুলিশ । এদিন সকালে গিয়ে মুল অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ । অন্যদের খোজ চলছে । স্থানীয়রা আরো জানান - যারা মারধোর করেছে তাদের বেশিরভাগই ছিল মদ্যপ ।
তুফানগঞ্জ পুলিশ সূত্রের খবর - এলাকায় অভিযুক্তদের খোজ চলছে । মৃত ব্যাক্তির পরিচয় জানার চেষ্টাও চলছে।