৮/৪০ নং বুথে CPIM ও BJP ছেড়ে তৃণমূলে যোগ ছয় কর্মীর

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি এখনও কিন্তু তাতে কি ? নির্বাচন ঢের দেরী হলেও নির্বাচনী বৈতরণী পেরোতে উঠে পড়ে লেগেছে রাজ্যের দুই যুযুধান রাজনৈতক দল তৃনমূল ও বিজেপি। নতুন বছরের শুরুতেই রাজ্যে ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। আর তাই রাজ্য জুড়েই শুরু হয়েছে দল বদলের হিড়িক। অবশ্য দল বদলের এই প্রবণতা তৃনমূল ও বিজেপির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আজ ধলপল ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৮/৪০ নং বুথে CPIM ও বিজেপি থেকে তিন জন করে মোট ছয় জন কর্মী সিদ্ধার্থ মন্ডলের হাত ধরে  দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করেন। দলবদল সম্পর্কে সংশ্লিষ্ট Z.P'র বিজেপির মন্ডল সভাপতি অভিজিৎ পালকে প্রশ্ন করা হলে অভিজিৎ বাবু  অভিযোগ করে বলেন যে, কোনো বিজেপি কর্মী দল বদল করেননি উপরন্তু তৃনমূলের বহু রাঘব বোয়ালরা বিজেপিতে যোগদানের জন্য মুখিয়ে রয়েছেন এমনকি সিদ্ধার্থবাবু নিজেও বিজেপিতে যোগদানের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন বলে অভিজিৎ বাবু দাবী করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন