সোনালী মুরগী চাষ করে বেকার যুবক যুবতীরদের স্বাবলম্বী হওয়ার দিশা দেখাচ্ছেন ছালাপাকের পরিমল

লক ডাউনে বিপর্যস্ত হয়েছিল দেশের অর্থনীতি। সমগ্র দেশে কাজ হারিয়েছেন কোটি কোটি মানুষ। লক ডাউন কালে নিজের ঘরে ফিরে আসতে গিয়ে  দিনের পর দিন পায়ে হেঁটে মারাত্মক অসুস্থ হয়ে হাজারে হাজারে লোক প্রাণ হারিয়েছেন। তাতে কি? এঁরা তো লেবার, এঁরা তো দিন মজুরী! এঁদের কি আর বাঁচার প্রয়োজন আছে ?  এইভাবে দিনের পর দিন কাজ না পেয়ে অকাল দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছেন কাজ হারানো লক্ষ লক্ষ মানুষ। দিনে আনা দিনে খাওয়া এই পরিবার গুলিতে কাজের অভাবে ইনকাম বন্ধ হওয়ায় বেচেঁ থাকায় বড় দায় হয়ে দাঁড়িয়েছে! নিজের রাজ্যে ফিরে এসেও কাজ না পাওয়ায় মানসিক অবসাদে ভুগতে থাকে পরিযায়ী শ্রমিকেরা।

শেষ পর্যন্ত একরাশ ঘৃণা ও হতাশা নিয়ে পরিযায়ী শ্রমিকেরা পুনরায় বাইরের রাজ্যে কাজের সন্ধানে চলে যাচ্ছেন।

কিন্ত এই লক ডাউন ক্লিষ্ট জীবন যন্ত্রণায় কাতর পরিযায়ী শ্রমিকদের এক মুস্কিল আসানের সমাধান সূত্র তুলে ধরেছেন অন্দরান ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের ছালাপাক গ্রামের বাসিন্দা পরিমল বর্মন।

তিনি প্রথমে একশো সোনালী মুরগী লালন-পালন করে ব্যবসা শুরু করেন। সেই থেকে ব্যবসার অগ্রগতি হওয়ায় তিনি পরবর্তিতে একটি কৃত্রিম 
মুরগীর বাচ্চা ফোটানোর যন্ত্র ক্রয় করেন যার বাজার মূল্য চল্লিশ হাজার টাকা। 

এখন একদিকে যেমন মাংস উপযোগী মুরগী বিক্রি করেন ঠিক অপরদিকে তার নিজস্ব ইনকিউবেটর যন্ত্রে ডিম ফুটিয়ে বাচ্চাও বিক্রি করেন। এতে তাঁর সমস্ত খরচ বাদ দিয়ে প্রতি মাসে ২৫০০০ টাকা সঞ্চয় হচ্ছে। 

সাধারণ বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী হওয়ার জন্য তিনি সেবা বিনোদনের সঞ্চালকের মুখোমুখি সাক্ষাৎকারে অংশ গ্রণণ করলেন। বেকার যুবক- যুবতীদের উদ্দ্যেশ্যে তিনি কি বার্তা দিলেন ? দেখুন  তার সমগ্র বার্তা চ্যানেল সেবা বিনোদনের পর্দায়---- 

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন