রমাকান্ত সরকার, বিলসী,06th Jan.2021: ভোটের দামামা বাজতে না বাজতেই অগ্নি ঝলসানো বাক বিনিময়ে ক্রমেই তপ্ত হচ্ছে তুফানগঞ্জের রাজনীতি। অবশ্য গত বছর 23 শে মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর এই বঙ্গে বিজেপি রাজ্য জয়ের স্বপ্ন নিয়ে নির্বাচনী কার্যক্রম করেই চলছেন। পিছিয়ে নেই শাসক দল তৃণমূলও। হারানো মাটি ফিরে পেতে
সর্ব শক্তি নিয়োগ করেছে তৃণমূল। বলা চলে বিধানসভা ভোটের নির্বাচনের মহড়া যেন প্রতিদিনেই চলছে রাজ্যে। কোচবিহারে গত
23শে মের পর যে সমস্ত পঞ্চায়েত সদস্য বিজেপিতে গিয়েছেন তাদের পুনরায় দলে ফিরিয়ে নিয়ে এসে হারানো প্রায় সমস্ত গ্রাম পঞ্চায়েত পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে তৃণমূল।
তাই এখন তুফানগঞ্জে বিজেপিকে সমানে সমানে টক্কর দিচ্ছে শাসক দল তৃণমূলও। লোকসভা নির্বাচনের পর রাজ্যের তিনটি বিধান সভার
উপনির্বাচনে জয়লাভ করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তৃণমূল। তবে এক্ষেত্রে অবশ্য ভোট কুশলী প্রশান্ত কিশোরের যাদুকে অনেকে সফলতা হিসেবে চিহ্নিত করেছেন।
গতকাল তুফানগঞ্জ নাককাটি হাই স্কুলে তৃণমূলের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির মুখপাত্র
দেবাংশু ভট্টাচার্য। সেই জনসভায় আগত জনা কয়েক তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বিজেপির পতাকা, ফেস্টুন ছেঁড়ার অভিযোগে সকালে মৃদু উত্তেজনা ছড়ায়।
আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিকাল চার টায় বিজেপি একই স্থানে সুবিশাল বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নাককাটি হাই স্কুল সংলগ্ন ধাদিয়াল বাজার থেকে শুরু হয়ে দ্বীপরপার বাজার পরিক্রমা করে পুনরায় আগের জায়গায় এসে শেষ করে। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বিজেপির তুফানগঞ্জ 9 নং বিধান সভার সংযোজক উৎপল দাস দেবাংশুকে ছোটো নাপিত এবং মুখ্যমন্ত্রীকে নাম না করে বেদের মেয়ে জ্যোৎস্না বলে কটাক্ষ করেন। এমনকি আগামী দিনে তুফানগঞ্জে তৃণমূলকে সভা করতে দেবেন না বলে হুঙ্কারও দেন উৎপল বাবু। যা নিয়ে শহরে তুমুল শোরগোল তৈরি হয়েছে।