বিলসী; রমাকান্ত সরকার;09.02.2021:- কোচবিহারের রাজনীতিতে একটি বহুল চর্চিত বিতর্কিত অধ্যায় হল "নারায়ণী সেনা"। কয়েক বছর আগে এই নারায়ণী সেনার সদস্যদের BSF কর্তৃক কুচকাওয়াজের প্রশিক্ষণ দেওয়াকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। সমালোচনার বিষবাষ্পে উত্তাল হয়ে ছিল সমগ্র রাজ্য। সময়ের অবসানে আজ অবশ্য তা অতীত।
ভোট বড় বালাই। তাও আবার বিধান সভার ভোট।
গত লোকসভা ভোটে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল তথাকথিত স্বঘোষিত GCPA প্রতিষ্ঠাতা অনন্ত রায়। কেন্দ্রের কাছে তাদের দাবী ছিল নারায়ণী রেজিমেন্ট গঠন করা। লোকসভা নির্বাচন শেষ হয়ে প্রায় দু বছর অতিবাহিত হলেও ঘোষিত হয়নি নারায়ণী রেজিমেন্ট।
ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজবংশীদের মন পেতে আগ বাড়িয়ে নারায়ণী ব্যাটেলিয়ন গঠন করেছেন। নিয়োগ না হওয়ায় কিছুটা হতাশা গ্রাস করে রাজবংশীদের। কিন্তু তথাপিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত নারায়ণী রেজিমেন্ট গঠনের সিদ্ধান্ত ঘোষিত না হওয়ায় অনন্ত পন্থী গ্রেটার সমর্থকদের মধ্য চাপা ক্ষোভের
সঞ্চার হতে থাকে। মুখ্যমন্ত্রী কর্তৃক নারায়ণী ব্যাটেলিয়ন ঘোষণা হওয়ায় হাতে টাটকা অস্ত্র পেয়ে যায় তৃণমূল। বিশ্বাস ভঙ্গের অপরাধে বিজেপিকে দোষারোপ করে নিশীথকে হেয় করে
শুরু হয় টিপ্পনী।
অবশেষে আজকে কোচবিহার রাজ প্রাসাদের সম্মুখে সাংবাদিক সম্মেলন করে নারায়ণী রেজিমেন্ট ঘোষণার সম্ভাবনাময় দিনক্ষণ ঘোষণার বার্তা দেওয়ায় গ্রেটারপন্থী সমর্থকদের মধ্যে বাঁধনহারা উল্লাসের বাতাবরণ তৈরি হয়েছে।
নির্ভরযোগ্য সূত্র মারফৎ জানা গিয়েছে যে আগামী ১১ ই ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখ কোচবিহার রাসমেলা ময়দানে পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করে ভরা জনসভা মঞ্চে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা নারায়ণী রেজিমেন্টের ঘোষণা করতে পারেন।