মুগাভোগ-বিলসী বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলো SUCI (C).

ঘোষিত হয়েছে বঙ্গের বিধান সভা নির্বাচন। কিন্তু SUCI (C) ছাড়া এ পর্যন্ত কোন রাজনৈতিক দলেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। বাংলার ১৯৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে SUCI (C). কোচবিহার জেলার নয়টি বিধান আসনের প্রত্যেকটিতেই লড়াই করবে এই দল। যে কংগ্রেসের হাতে ১১০০ কর্মী খুন হয়েছে অথচ সেই কংগ্রেসের সঙ্গে গত বিধানসভার মত পুনরায় গাঁটছড়া বেঁধেছে সিপিআই (এম)। এমন কি সদ্য আত্ম প্রকাশিত সাম্প্রদায়িক মুসলিম প্রেমী আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গেও জোট করতে তাদের এতটুকুও সম্ভ্রম বোধ
জাগ্রত হয়নি। যেন-তেন কারণে রাজ্য বিধানসভা দখল করতে মরিয়া হয়ে উঠছে CPI(M). এখন থেকে বিজেপিকে সাম্প্রদায়িক উপমায় আখ্যায়িত করা বামফ্রন্টের মুখে কতটা প্রাসঙ্গিক তা নিয়ে জন মানসে এক বিরাট প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এতসব সত্ত্বেও বামপন্থাকে আকড়ে ধরে রয়েছে পশ্চিমবঙ্গের একটিই মাত্র বামপন্থী দল SUCI (C). গতকাল নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধলপল ২ নং গ্রাম পঞ্চায়েতের মুগাভোগ বিলসী
বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলো SUCI (C). এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SUCI দলের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী আব্দুস সালাম, তুফানগঞ্জ বিধান সভা দলের প্রার্থী ভোলা সাহা ও তুফানগঞ্জ শহর লোকাল কমিটির সম্পাদিকা সান্ত্বনা দত্ত সহ একাধিক স্থানীয় নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন