শালবাড়ি তৃণমূল যুব কংগ্রেসের যুব বিদ্রোহ ক্রমশঃ ব্যাপ্তি লাভ করায় শঙ্কিত তৃণমূল, সুবিধাজনক মালতি, উৎফুল্ল ধনঞ্জয়।

শালবাড়িতে তৃণমূল যুব কংগ্রেসের যুব বিদ্রোহ ক্রমশঃ মারাত্মক ব্যাপ্তি লাভ করে চতুর্দিকে ছড়িয়ে পরছে। দুর্দিনের পোড় খাওয়া রাজনৈতিক নেতা কর্মীদের যথাযথ মূল্য না দিয়ে সুদিনে আগত কর্মীদের অমূল্য রতন ভেবে দলকে ছারখার করছেন বর্তমানের নেতারা। এমনিতেই তুফানগঞ্জ ৯ নং বিধানসভা নির্বাচনে মহকুমা স্তরে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী দেবেন্দ্র নাথ বর্মনকে
প্রার্থী না করে জেলা কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্টকে প্রার্থী করায় ব্যাপক ক্ষোভ ছড়ায়।
জাতীয় কংগ্রেসের তুফানগঞ্জ মহকুমা কমিটি সম্পূর্নরূপে রবীন রায়কে প্রত্যাখ্যান করেন।
বর্তমানে নির্বাচনের এই ভরা মরসুমেও  তুফানগঞ্জ
মহকুমা কমিটির কার্যালয়টি সম্পূর্ণভাবে বন্ধ থাকছে। যা বিজেপি প্রার্থী মালতী রাভার ক্ষেত্রে অনেকটাই সুবিধা জনক। তার মধ্যে আবার শালবাড়ি-নাগুর হাটে তৃণমুলের এই যুব বিদ্রোহ মালতী রাভার জয়ের পথ অনেকটাই প্রশস্ত করছে।

গতকাল কামতাপুরি ভূমিপুত্র মহাজোটের কাশিয়াবাড়ির এক পথ সভায় শালবাড়ি ১ 
গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি
মিল্টন লায়েকের নেতৃত্বে জনা ২৫ এর একটি যুব দল TMC পরিত্যাগ করে তুফানগঞ্জ ৯ নং বিধান
সভা কেন্দ্রের ভূমিপুত্র মহাজোটের প্রার্থী ধনঞ্জয় বর্মনের হাত দিয়ে মহাজোটে সামিল হোন। মহাজোটে সামিল হয়ে নিজেকে অনেকটাই মুক্তমনা মনে করছেন মিল্টন বাবু। মিল্টন বাবু
হুঙ্কারের সহিত বলেন যে তৃণমূল কংগ্রেস থেকে প্রতি দিন যোগদান পর্ব চলতে থাকবে। 
প্রসঙ্গত উল্লেখ্য যে বারোকোদালি ১ নং অঞ্চল থেকেও অনেক যুবক এই ভুমি-পুত্র মহাজোটে
সামিল হয়েছেন। 
প্রচারের অন্তিম লগ্নে স্রোতের প্রতিকূলে স্রোত তৈরি করে ভূমি-পুত্র মহাজোটের প্রার্থী ধনঞ্জয় বাবু
যে দৃষ্টান্ত উপস্থাপন করছেন তাতে অবাক হচ্ছেন
তুফানগঞ্জের রাজনৈতিক মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন