লাগামহীন করোনা সংক্রমণের কারণে বাতিল করা হল চলতি বছর অর্থাত্ ২০২১-এর মাধ্যমিক (Madhyamik Exam 2021) ও উচ্চমাধ্যমিক (Higher Secondary 2021) পরীক্ষা।
সোমবার নবান্ন থেকে পরীক্ষা বাতিলের কথা জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিশেষজ্ঞ কমিটি ও জনগণের মতামতের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি।
করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া ঠিক হবে কি না, তা নিয়ে মতভেদ দেখা দিয়েছিল আগেই। ঝুঁকি এড়িয়ে পরীক্ষা নেওয়া আদৌ সম্ভব কি না, কীভাবে নেওয়া যেতে পারে পরীক্ষা, এসব দিক খতিয়ে দেখতে গঠন করা হয়েছিল ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি।
শেষ পর্যন্ত রাজ্যবাসীর কাছে মতামত চেয়ে আহ্বান জানানো হয়। বেশিরভাগ রাজ্যবাসী
পরীক্ষা নেওয়ার ব্যাপারে অমত প্রকাশ করায়
আজ দুটি পরীক্ষাই বাতিল বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।