সম্প্রতি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ইয়াসে কারণে দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে হাজার হাজার গবাদি পশু। ভেঙে তছনছ হয়ে গিয়েছে ঘরবাড়ি। একদিকে লকডাউন এবং অপরদিকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে লেজে গোবরে অবস্থা তাঁদের। সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে লোনাজল সমতল ভূমিতে প্রবেশ করায় উর্বরতা শক্তি হ্রাস পেয়েছে জমি গুলির। সহায় সম্বল হারিয়ে আজ তাঁরা খোলা আকাশের নীচে অনিশ্চিত জীবন যাপন করছেন। এখন তাঁদের দরকার বেঁচে থাকার রসদ।
বিপদগ্রস্ত জনতার পাশে দাঁড়াতে তুফানগঞ্জ শহরে ত্রাণ সংগ্রহ অভিযানে নামলো SUCI শহর লোকাল কমিটি।
আজ সকাল আটটা থেকে দশটা পর্যন্ত শহরের মেইন গলির ধারে অবস্থিত বাড়ি গুলিতে ত্রাণ সংগ্রহ করা হয়।
আজকের এই সংগৃহীত ত্রাণের অর্থ বিকালেই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উপদ্রুত এলাকায় পৌঁছে দেওয়া হবে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।