সমস্ত রকম পরীক্ষার ফী ও এডমিশন ফি মুকুবের দাবীতে তুফানগঞ্জ মহাবিদ্যায়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ সাধারণ ছাত্র-ছাত্রীদের

লক ডাউনে কাজ কামাইয়ের অভাবে পকেটে টান পরেছে দরিদ্র মানুষের। কিন্তু কোনোমতেই কমছে না এডমিশন ফি। তাই ফর্ম ফিল-আপ সহ শিক্ষার সর্ব স্তরে ফি মুকুবের দাবিতে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে পথ অবরোধে সামিল হল সাধারণ-ছাত্র-ছাত্রীরা। সমগ্র রাজ্য জুড়ে সাধারণ ছাত্র-ছাত্রীরা যেভাবে আন্দোলন ডানা বাঁধছে তাতে বেজায় শঙ্কিত শিক্ষা মন্ত্রণালয়। ইতি মধ্যে আন্দোলনের চাপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে ফিস কমাতে বাধ্য হচ্ছেন। রাজ্য জুড়ে ফী মুকুবের দাবীতে এইভাবে আন্দোলন চলতে থাকলে এই আন্দোলন যে জয় লাভ করবে তা নিয়ে চিন্তার কোন অবকাশ নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন