ফেসবুক পেজ খুলে প্রকাশ্যে তুফানগঞ্জ শহরের যুব মোর্চা নেতৃত্বদের হুমকি দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

23 শে জুলাই 2021,রমাকান্ত সরকার: বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আজ প্রায় আড়াই মাস অতিক্রান্ত কিন্তু ফল ঘোষণা হলেও নির্বাচন পরবর্তী উত্তাপ যেন কিছুতেই প্রশমিত হচ্ছেনা কোচবিহার জেলায়।
গতকালকে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পানিশালা গ্রাম পঞ্চায়েতের পানি গ্রামে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলা সভানেত্রী  শুচিস্মিতা দেব শর্মা। এক্ষেত্রে অভিযোগের তির বিজেপির দিকেই ওঠে। যদিও বিজেপির পক্ষ থেকে এই ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল বলে অভিযোগ করা হয়েছে এবং বিজেপির 25 থেকে 30 জন সাধারণ কর্মীর ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

আর এরেই মাঝে তুফানগঞ্জ শহরের "বাঁশ দিতে এসেছি" নামক একটি ফেসবুক পেজে হুমকি মূলক লেখনীর মাধ্যমে বিজেপির তুফানগঞ্জ শহরের বেশ কয়েক জন যুব মোর্চার কর্মীদের প্রকাশ্যে ধুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট ওই পেজটির হুমকি বার্তায় যে কয়েকজন বিজেপির যুব মোর্চার কর্মীদের নাম প্রকাশ করা হয়েছে তারা প্রত্যেকেই  আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকে আবার ভয়ে বাড়িছড়া হয়ে রয়েছেন বলে এলাকা সূত্রে জানা গিয়েছে।

পেজটির পোস্ট নিয়ে তুফানগঞ্জ শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তুফানগঞ্জ শহর মণ্ডলের যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ বসাকের সঙ্গে  যোগাযোগ করা হলে তিনি জানান যে পোস্টটি তাদের দৃষ্টিগোচর হয়েছে এবং এ বিষয়ে তারা অতিদ্রুত সাইবার ক্রাইম ব্রাঞ্চে মামলা করবেন।

 তুফানগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের যুব নেতা ইন্দ্রজিৎ ধরের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এই বিষয়টিতে গুরুত্ব না দেওয়ার কথা বলেছেন।
বরং তিনি বলেছেন সোশ্যাল মিডিয়ায় অনেককে নিয়ে অনেক ট্রোল করা হয়, এমনকি স্বয়ং নেত্রী মমতা ব্যানার্জিকেও কেউ কেউ বেগম বলে অভিহিত করেন এতে কোনো যায় আসে না। এ নিয়ে বেশি জল ঘোলা না হওয়াই ভালো।


একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন