ফেক ফেসবুক একাউন্টের উত্তাপে উত্তপ্ত তুফানগঞ্জ, বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করলো বিজেপি।

সম্প্রতি বাঁশ দিতে এসেছি নামক একটি ফেসবুক পেজ থেকে অনবরত তুফানগঞ্জে বসবাসকারী কিছু বিজেপি নেতার ছবি প্রকাশ করে হুমকি দেওয়া হচ্ছে। পেজটিতে তাদের তোলাবাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যা নিয়ে তুফানগঞ্জের রাজনীতিতে এক ব্যাপক উত্তাপ ছড়িয়েছে। এইভাবে ফেক অ্যাকাউন্ট তৈরি করে বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তোলাবাজ এবং গুন্ডা হিসেবে চিহ্নিত করে যেভাবে একটার পর একটা পোস্ট ক্রিয়েট করে ভীতির সঞ্চার করা হয়েছে তাতে বেজায় বিড়ম্বনায় পড়েছেন তুফানগঞ্জ শহর নেতৃত্ব। 

দিনের পর দিন যেভাবে বিজেপি নেতাদের টার্গেট করে পোষ্টের বন্যা বইয়ে দেওয়া হয়েছে তাতে করে অনেক তৃণমূল কর্মী সেই পোস্টে উত্তেজক মন্তব্য করা থেকে নিজেদের বিরত রাখতে পারছেন না।

প্রশ্ন হলো সরাসরি কারো ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার না করে শুধুমাত্র ফেক অ্যাকাউন্ট তৈরি করে এইভাবে বিরোধী নেতাদের ছবি প্রকাশ করে তুফানগঞ্জের রাজনৈতিক মাটিকে উত্তপ্ত করার কতটা প্রাসঙ্গিকতা রয়েছে ? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

গতকালকে বিজেপির কোচবিহার জেলা কমিটির এক্সিকিউটিভ মেম্বার বাপি বর্মন সংশ্লিষ্ট ওই ফেক ফেসবুক একাউন্ট এর বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। 

সংশ্লিষ্ট ওই ফেক অ্যাকাউন্টের বিষয়ে তুফানগঞ্জ 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুরেশ বর্মন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সেবা বিনোদনকে জানান যে এইরকম নাম গোপন করে অ্যাকাউন্ট চালানো  ঠিক না। পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়।

বিজেপির তুফানগঞ্জ বিধানসভার সংযোজক উৎপল দাস জানিয়েছেন যে এই ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে। পুলিশের উপর আস্থা রেখে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশা প্রকাশ করেন উৎপল বাবু নিজেই।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উৎপল বাবু বলেন যে এই ঘটনায় তিনি কোন রকম পাত্তা দিতে রাজি নন  বরং কোথায় কাকে কখন কিভাবে বাঁশ দিতে হয় তা ভারতীয় জনতার কার্যকর্তারা ভালোভাবেই জানেন।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন