ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ইতিমধ্যেই রাজ্যজুড়ে
তুমুল আন্দোলন শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি।সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এই কাজে
তারা রাজ্যজুড়ে আন্দোলনের ঝড় তুলছে। এবার সোশ্যাল মিডিয়ার পাশাপাশি পথে নেমে আন্দোলন করা শুরু করলো। আজ দলীয় বিধায়কদের পাশাপাশি দলের সাধারন কর্মীরাও এই অভিযানে অংশগ্রহণ করেন। মহামারী আইনের অজুহাত দেখিয়ে বিজেপির আন্দোলনকে দমন করার চেষ্টা করা হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান বিজেপির নেতৃত্বরা। আজ কার্যত এই মহামারী আইনকে ভেঙেই পুরসভা অভিযান করলো তাঁরা।
প্রসঙ্গত: উল্লেখ্য যে দেবাঞ্জন নামে এক ভুয়ো আই.এ.এস অফিসার এর উপস্থিতিতে খোদ কলকাতায় ভ্যাকসিন পর্ব চলা কালীন সময়ে সার্টিফিকেট না মেলায় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গর্জে ওঠেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী এবং মিমি চক্রবর্তীর এই ঘটনায় কার্যত কেঁচো খুঁড়তে সাপ বেরোয়। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে দেখা যায় যে দেবাঞ্জন কোন আইএএস অফিসার নয়, তিনি একজন ভুয়ো আই.এ.এস অফিসার। এই ঘটনায় রাজ্যজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। নরেন্দ্র মোদির ভ্যাকসিন নীতিকে কালিমালিপ্ত করার জন্য এই অপপ্রয়াস চালু করার চেষ্টা করা হয়েছিল বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।