দিনহাটা পৌরসভায় আজ থেকে চালু হলো মা ক্যান্টিন

রাজ্য জুড়ে এখনো পর্যন্ত জারি রয়েছে কঠোর বিধি-নিষেধ। 50% যাত্রী নিয়ে চালু হয়েছে গণ পরিবহন ব্যবস্থা। স্বল্প কর্মচারী নিয়ে চলছে বিভিন্ন দপ্তরের অফিস ও আদালত। দৈনিক সংক্রমণের রেখাচিত্রে করোনা গ্রাফ অনেকটা হ্রাস পেয়েছে।

কিন্তু এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বাংলার জনজীবন। লকডাউনে কাজ হারিয়েছে বহু মানুষ। হাতে যোগান কমেছে নগদ অর্থের। কাজের অভাবে বহু মানুষের রোজগার মারাত্মকভাবে কমে যাওয়ায় পরিবার চালানোই দায় হয়ে দাঁড়িয়েছে।

 ঠিক এই দুঃসময়ে পূর্ব প্রতিশ্রুতি মত দিনহাটা পৌরসভায় আজ থেকে চালু হলো "মা ক্যান্টিন।" এই ক্যান্টিনে পাঁচ টাকার বিনিময়ে সবজি ভাত ও ডিম পাবেন গ্রাহকেরা। প্রতিদিন এই মা ক্যান্টিন এর মাধ্যমে 200 জন লোক খাবার পাবেন বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে। পরবর্তীতে সংখ্যাটা বাড়বে।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন