ধলপল,রমাকান্ত,31.12.21:- পুরনো বছরের অন্তিম দিবসে এবং নতুন বছরের স্বাগতকালেও লোপ পাচ্ছে না মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। তুফানগঞ্জ 1 নং ব্লক ভূমি সংস্কার দপ্তরে কোনো রকম রাজস্ব জমা না করেই প্রকাশ্যে দিবালোকে চলছে ভরাট সংগ্রহের কাজ।
অতর্কিতে হানা দিয়েও মাফিয়াদের কূট কৌশলে অনেকাংশেই অযাচিত ঝামেলার সম্মুখীন হচ্ছে BLRO অফিসের তল্লাশিতে যাওয়া অফিসারেরা।
যে ঝামেলার ভোগান্তি পোহাতে হয়েছিল গতকালকেও । পরে তল্লাশিতে যাওয়া অফিসারেরা অপ্রত্যাশিত বিড়ম্বনার শিকার
হয়ে তুফানগঞ্জ থানায় যোগাযোগ করলে পুলিশ গিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেন।
প্রসঙ্গত: উল্লেখ্য যে বেশ কিছুদিন ধরে তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত ধলপল ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার চন্ডীরহাটে মাটি মাফিয়ারা তুফানগঞ্জ ভূমি সংস্কার দপ্তরে কোন রকম রাজস্ব না দিয়ে প্রকাশ্যে দিবালোকে দিনের-পর-দিন অবৈধভাবে ভরাট সংগ্রহের কাজ করে যাচ্ছেন।
অবৈধভাবে এই ভরাট সংগ্রহের কার্যকলাপে শাসক দলের মদত রয়েছে বলে অভিযোগ মিলেছে।
অবৈধ এই মাটি, খনি,খাদান ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য বাগে আনতে বদ্ধ পরিকর তুফানগঞ্জ 1 নং ব্লকের ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা। এমনকি স্বয়ং মহকুমা শাসকও মাঝে মধ্যে অতর্কিত তল্লাশিতে বের হচ্ছেন। অনেকাংশে
গতকাল চণ্ডীরহাটের ওই মাটি মাফিয়াদের অবৈধ ভরাট সংগ্রহ বন্ধ করতে ঘটনাস্থলে হাজির হন তুফানগঞ্জ 1 নং ব্লকের ভূমি সংস্কার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রেভিনিউ অফিসার বিজয় বর্মন এবং নিরুপম রায় সহ 5 জনের এক প্রতিনিধি তল্লাশি টিম।
গোপন সূত্রে খবর পেয়ে বিজয় ও নিরুপম বাবুদের প্রতিনিধি তল্লাশি টিম চন্ডীর হাটের ওই এলাকায় হাজির হয়ে একটি অবৈধ লোড সমেত ট্রাক্টর আটক করে স্পট ফাইন করেন।
তিনটি খালি ট্রাক্টর তল্লাশি টিমকে দেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তল্লাশি টিমের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র রেভিনিউ অফিসার বিজয় বর্মন চ্যানেল সেবা বিনোদনকে জানান যে তাদের এই তল্লাশি টিম সর্বক্ষণেই ব্লকের যেকোনো জায়গায় অবৈধ কাজের খবর মিললে তারা তৎক্ষণাৎ ঘটনা স্থলে হাজির হয়ে অবৈধ কার্যকলাপ বন্ধ করে দেবেন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।