কুমারী বৌমাকে সামাজিক স্বীকৃতি দিতে অস্বীকার করায় ব্যাপক চাঞ্চল্য !

22 শে জানুয়ারী 22,ছাটরামপুর :-নিজেদের আধুনিক দাবী করলেও,  আমরা যে খুব প্রাচীন যুগে পরে রয়েছি তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। নিজেদের ব্যক্তিগত পছন্দের বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে গিয়ে ছেলে-মেয়েদের নিজস্ব পছন্দের ধারে কাছেও ঘেঁষতে দিচ্ছি না। যা আখেরে সমাজের ক্ষতিই সাধন করছে। হয়তো সেটাই হয়েছে ধলপল 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাটরামপুর বাজার স্থিত দম্পতি দ্বয়ের।


প্রখ্যাত যাত্রা শিল্পী খোকা চিত্রকরের ছোটো ভাই সত্যেন চিত্রকর। তাঁর ছেলে মিঠুন চিত্রকর। খোকা চিত্রকরের ছোট ছেলে রাজীব চিত্রকর দু বছর আগে চিকলী গুড়িতে বিয়ে করেন। সাত-আট মাস আগে খোকা চিত্রকরের ছোটো ছেলে রাজীব চিত্রকরের স্ত্রী একটি সন্তান প্রসব  করেন।  সেই সন্তানকে দেখার জন্য প্রায় এক মাসাধিক কাল রাজীব চিত্রকরের শ্যালিকা রাজীবের বাড়িতে থাকেন।পাশেই রাজীবের কাকার বাড়ি সত্যেন চিত্রকরের। সত্যেন চিত্রকরের ছেলে মিঠুন চিত্রকর। অর্থাৎ মিঠুন চিত্রকর ও রাজীব চিত্রকর সম্পর্কে কাকাতো-জ্যাঠ তুতো ভাই। দিদির ছেলেকে দেখা-শোনার সময় রাজীবের শ্যালিকার সঙ্গে সত্যেন চিত্রকরের ছেলে মিঠুন চিত্রকরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যা শেষ পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়ায়।  ইতিমধ্যে মেয়েটি গর্ভবতী হয়ে ওঠে। বেকায়দায় পড়ে মেয়েটি তার সম্পর্কের কথা পরিবারকে জানালে, সমস্যা সমাধানের জন্য মেয়েটির পরিবার কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়। শেষ পর্যন্ত উপায়ন্তর না পেয়ে মেয়েটি মিঠুন চিত্রকরকে স্ত্রীর মর্যাদার দাবী জানায় এবং প্রায় পনেরো-ষোলো দিন মিঠুনের বাড়িতে এসে  অতিবাহিত করে। আর এরেই মধ্যে মিঠুন চিত্রকরের বাবা সত্যেন চিত্রকর মেয়েটিকে চিকলিগুড়িতে পাঠিয়ে দেয় বলে অভিযোগ।

মেয়েটিকে চিকলিগুড়িতে পাঠিয়ে দিয়ে নিজের ছেলে মিঠুন চিত্রকরকে ত্যাজ্য পুত্র ঘোষণার ফন্দি তৈরি করে মেয়েটিকে বেমালুম অস্বীকার করার ফন্দি আটে। পরিস্থিতি বেগতিক ঠাহর করে মেয়ের বাড়ির লোকজন দুটি অটোরিস্কা রিজার্ভ করে গতকাল ছাটরামপুর বাজারে এসে সত্যেন চিত্রকরের বাড়িতে মেয়েটিকে রাখতে গেলে ব্যাপক ঝামেলা সূত্রপাত হয়। সত্যেন চিত্রকর কিছুতেই সন্তান-সম্ভবা সেই মেয়েটিকে নিজের ছেলে মিঠুন চিত্রকরের পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তীব্র আপত্তি জানায় এবং মেয়ের বাড়ির লোকজনের সঙ্গে মৃদু ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।

অবশেষে ছাটরামপুর বাজারের লোকজন ক্ষিপ্ত হয়ে জোরকরে মেয়েটিকে সত্যেন চিত্রকরের বাড়িতে ঢুকিয়ে দেয়। এইভাবে নিজের ছেলের দ্বারা সাত মাসের সন্তান-সম্ভবা একটি কুমারী মেয়েকে বধূর স্বীকৃতি না দেওয়ায় ছাটরামপুরজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  দফায় দফায় চলছে বৈঠক। সমাধান সূত্র খোঁজার অপেক্ষায় মেয়ের পরিবার----

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন