চুপিসারে হলদিবাড়ি হাই স্কুল থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি তুলে দেওয়ার প্রতিবাদ AIDSO'র

৭ জুন, ২০২২,হলদিবাড়ি,কোচবিহার:
হলদিবাড়ি হাই স্কুল থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছিল বলে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়।

 
বহু মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি চয়ন করে নিয়ে এই স্কুলে ভর্তি হয়।


স্কুল কর্তৃপক্ষের এই নির্দেশিকার বিরুদ্ধে AIDSO কর্মীরা শিক্ষা বাঁচাতে আন্দোলনে সামিল হয়। স্কুল কর্তৃপক্ষকে বার বার বলা সত্বেও দাবী না মেনে নেওয়ায় আজ  হলদিবাড়ি শহরে পথ অবরোধ করে প্রতিবাদে সামিল হয় ছাত্ররা।


পুলিশ বলপূর্বক AIDSO নেতা সহ সাধারণ ছাত্রকর্মীদের গ্রেপ্তার করেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবী করা হয়েছে।
 

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন