জল্পেশে পুণ্য করতে গিয়ে শূন্য হল দশ মায়ের কোল !

শ্রাবণ মাসের শুরুতেই কোচবিহার জেলা এবং পার্শ্ববর্তী প্রতিবেশী জেলা থেকে বহু যুবক-যুবতী পুণ্যার্থী হিসেবে পুণ্য করতে জলপেশে আসেন। ব্যতিক্রম ছিল না এবারও। কিন্তু গতকালকের মর্মান্তিক ঘটনা জল্পেশের বুকে ক্ষত হিসাবে আজীবন স্মৃতি হয়ে থাকবে।



গতকাল সিতাই ব্লক থেকে জনা 15-20'র একটি যুবক দল পিক-আপ ভ্যানে করে জল্পেশ মন্দিরে রওনা দেওয়ার সময় চ্যাংড়াবান্ধ্যা ধরলা সেতু পেরলে গাড়িতে ব্যবহৃত জেনারেটর  বিকল হওয়ায় শর্ট সার্কিটের মাধ্যমে গোটা  গাড়িতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে যুবক দলের একটা বড় অংশ জ্বলন্ত আগুনে ঝলসে যায়। আহতদের দ্রুত চ্যাংড়াবান্ধা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদেরও অবস্থা সঙ্গীন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।


এই খবর ছড়িয়ে পড়তেই শিতলকুচির বহু পুণ্যার্থী তড়িঘড়ি জল্পেশ যাত্রা বাতিল করেন। এই হৃদয়বিদারক ঘটনায় জেলা জুড়ে শোকের আবহ বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন