ডিলারের বাড়িতে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই বক্সিরহাট ব্লকের শালবাড়ি বুড়ি বামনির হাট বাজারে ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
গতকাল রাত প্রায় তিন টায় বাজারের চার-পাঁচটি দোকানের তালা ভেঙে দোকানের সামগ্রী চুরির চেষ্টা চালায় দুষ্কৃতি দলটি। কিন্তু সব জায়গায় ডাকাত দলের অশুভ অভিসন্ধি ব্যর্থ হলেও বাজার থেকে দূরের একটি দোকানে 1400 টাকা ও ভিন্ন সামগ্রী লোপাট করতে সফল হয় ডাকাত দলটি।
সমগ্র বাজার জুড়ে আলোর পর্যাপ্ত ব্যবস্থা ও সিভিক ভল্যান্টিয়ারের নজরদারির ব্যবস্থা থাকা সত্ত্বেও ডাকাত দলের ঘন ঘন উপদ্রবে বেজায় অসন্তুষ্ট বাজার সন্নিকটবর্তী শালবাড়িবাসী।