তুফানগঞ্জ,24 শে ডিসেম্বর 2022,রমাকান্ত: রাজ্যে কর্মসংস্থানের দিবা স্বপ্ন কি তবে মরুভূমির মরুদ্যান ? খোদ রাজ্য সরকারি রিপোর্টে প্রকাশিত হয়েছে এমন ভয়াবহ সমীক্ষা।
সম্প্রতি "স্টেট অফ এনভায়রনমেন্ট রিপোর্ট ২০২১" প্রকাশ করেছে রাজ্য সরকার। আর এই রিপোর্ট থেকে জানা গিয়েছে যে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত এই পাঁচ বছর সময়কালে রাজ্যে বড়, মাঝারি এবং ক্ষুদ্র মিলিয়ে মোট একুশ হাজার 521 টি শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। যার মধ্যে বৃহৎ শিল্প কেন্দ্র 271 টি।
যে কোন রাজ্যে সবথেকে বেশি কর্মসংস্থান হয় শিল্পকল কারখানায়। আর এইভাবে দিনে দিনে শিল্প কল-কারখানার দরজা বন্ধ হয়ে গেলে অদূর ভবিষ্যতে বেকারে ভাসবে রাজ্য।
Tags:
Industry News