কমপ্লেন পাওয়া মাত্র অ্যাকশন; কৃষকের প্রত্যাশার মুখ যেন BDO



  তুফানগঞ্জ,20 Feb.2022:-একটি ব্লকের জন সাধারণের আশা -আকাঙ্খার  বিমূর্ত প্রতিরূপ সেই ব্লকের ব্লক প্রশাসন। সরকারী প্রকল্পের সঠিক বাস্তবায়ন সঠিকভাবে পরিচালিত হয় তার সুন্দর দক্ষ পরিচালনায়।

বঙ্গে এমন বহু ব্লক রয়েছে যেখানে সত্যি সত্যিই ব্লক প্রশাসনের শীর্ষ আধিকারিকের শীর্ষ পরিচালনা ব্লকের সাধারণ জনতার নিশ্চিত ভরসা স্থল। 

তুফানগঞ্জ 1 নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেব ঋষি বন্দ্যোপাধ্যায় হলেন সেই রকম একজন সফল সুদক্ষ প্রশাসনিক আধিকারিক। যাঁর দক্ষ প্রশাসনিক পরিচালনায় ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের রাতের ঘুম উড়ে গিয়েছে।

প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসে রাজ্য জুড়ে কৃষকেরা নিজেদের কৃষি-জমির ক্ষতিয়ান ব্যাঙ্কে বন্ধক রেখে কৃষি ঋণ সংগ্রহ করেন। যা কৃষি দপ্তরের পরিভাষায় KCC লোন হিসেবে পরিচিত।

ব্লক কৃষি আধিকারিকের দপ্তর থেকে প্রকৃত চাষিদের সনাক্ত করে গ্রামপঞ্চায়েত অনুসারে নির্ধারিত ব্যাঙ্কে কৃষি লোন প্রদানের জন্য চাষীদের নামে সুপারিশপত্র প্রেরণ করা হয়।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই তালিকা ধরে কৃষকদের কৃষি লোন প্রদানের ব্যবস্থা করেন।  

প্রায় এক মাস পূর্বে তুফানগঞ্জ 1 নং ব্লকের কৃষি দপ্তরের মাধ্যমে তুফানগঞ্জ ধরের মোড় শাখার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এবং চিলাখানার উত্তর বঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাংকে যথাক্রমে 17 জন ও দুই জন কৃষকের নামে কৃষি লোন মঞ্জুরের জন্য সুপারিশপত্র প্রেরণ করা হয়।

কিন্তু ব্যাংকগুলি দিনের পর দিন সেই সুপারিশকৃত আবেদনকারী কৃষকদের কৃষি লোন না দিয়ে টাল বাহানা করতে থাকেন।

এদিকে আলু চাষের মরশুমেই প্রায় শেষ হওয়ার দিকে। সময়মত কৃষি লোন না পেয়ে আবেদন কারী কৃষকেরা মানসিক হীনমন্যতার শিকার হতে থাকেন।

 উপায়ান্তর না পেয়ে শেষ পর্যন্ত তাঁরা গতকাল তুফানগঞ্জ 1 নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেব ঋষি বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন। 

দেব ঋষি বাবু অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষি দপ্তরের ADA ও AAEO  তাপস দাস ও কমলেশ বোসকে সঙ্গে নিয়ে অভিযুক্ত দুই ব্যাঙ্কে হানা দিয়ে জবাবদিহি দাবী করেন।

ব্যাঙ্ক কর্তৃপক্ষদ্বয় নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে আগামী সাত দিনের মধ্যেই আবেদনকারী সমস্ত কৃষকদের KCC লোন দেওয়ার জন্য BDO সাহেবের সম্মুখে অঙ্গীকার করেন।

কৃষকদের অভিযোগ শুনে সঙ্গে সঙ্গে তৎপরতার  সহিত ফিল্মি কায়দায় ব্যবস্থা গ্রহণের এই অভিপ্রায় তুফানগঞ্জ 1 নং ব্লকের কৃষকদের কাছে BDO সাহেব দেব ঋষি বন্দ্যোপাধ্যায় নিশ্চত ভরসার আশ্রয়স্থল হিসেবে প্রতিভাত হয়েছেন।

শুধু তাই নয় সাধারণ লোকের যেকোন অভিযোগের নিষ্পত্তি করতে তিনি অনর্থক কোন সময় বিলম্ব করেন না।
       প্রতিবেদক: রমাকান্ত সরকার 






একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন