রাজনীতির উটকো ঝামেলায় জনতাকে মত্ত রেখে শিক্ষা ব্যবস্থার অধ:পতনে মঞ্চ সফল যাত্রা উপস্থাপন তৃণমূল-বিজেপির! বেকারের চোখের জলে ভাসবে বাংলা।

 সমগ্র বাংলা জুড়ে চলছে তৃণমূল-বিজেপির দিকে দিকে সারা জাগানো মঞ্চ সফল যাত্রাপালা। আর এই দুই দলের যাত্রাপালার অসাধারণ অভিনয় দক্ষতা দেখে বেজায় আপ্লুত রাজ্যের হুজুগে অবুঝ জনতা। নিজের পায়ে কুঠারাঘাত করে রক্তে স্নাত হচ্ছে বাংলা। নিজেদের সাড়ে সর্বনাশ দেখেও নির্বাক বাংলার তথাকথিত শিক্ষিত সুশীল সমাজ।

 শিক্ষা দপ্তরে নিয়োগের ক্ষেত্রে চরম নৈরাজ্য সর্বজনবিদিত। ঘুষ ঘুষ আর ঘুষ শুধুই ঘুষ। টাকা টাকা আর টাকা শুধুই টাকা ! রাজ্যের শিক্ষাব্যবস্থাকে একশো বছর পিছিয়ে গেল।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির পক্ষ থেকে এই অনুশোচনা প্রকাশ করা হয়েছে। 

বাস্তবতাও অবশ্য ঠিক তাই। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে শিক্ষা দপ্তরে নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। সংবাদ মাধ্যমের প্রথম পাতায় স্থান করে নিয়েছে এই খবর। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলছে আমাদের বাংলায়। উচ্চ শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মুখের ভাত কেড়ে নিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের মত শাসক দলের তাবড় তাবড় নেতারা।

সব জেনে বুঝেও উলঙ্গ রাজার মতো সবাই হাততালি দিচ্ছে। বলতে পাচ্ছে না "রাজা তোর কাপড় কোথায় ?"

 আর এই অবস্থায় জনসাধারণকে মাতিয়ে রেখে রাজ্যে প্রায় আট হাজার দুশোটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল তুলে দিতে যাচ্ছে মমতাময়ী মা-মাটি মানুষের সরকার। 

 একদিকে শিক্ষান্তে মোটা অংকের ঘুষের টাকা দিয়ে চাকুরি আদায় আর অপর দিকে রাজ্যে এত পরিমাণ স্কুল বন্ধ হলে বেকার যুবক -যুবতীদের যে কি অবস্থা তৈরি হয় তা সহজে অনুমেয়!

বেকারের জ্বালায় ডুকরে ডুকরে কাদবে জনতা আর রাজনীতির রঙ্গমঞ্চে আসর মাতাবে বিজেপি-তৃনমূল।

 আন্দোলনের ময়দানে মাটি কামড়ে আঁকড়ে থাকবে SUCI(C)'র ছাত্র সংগঠন AIDSO.

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন