এবার স্কুল শিক্ষক প্রাইভেট পড়ালেই কড়া ব্যবস্থার নিদান হাই কোর্টের।



গৃহ শিক্ষক কল্যাণ সমিতির করা কেস WPA(P) 112 Of 2021 কেসের নিষ্পত্তি হলো। মহামান্য কলকাতা হাই কোর্টের মহামহীম প্রধান বিচারপতি  নির্দেশ দিয়েছেন, স্কুল শিক্ষকরা টিউশন করতে পারেন না, কেস WPA (P) 112 তে যে সমস্ত বিদ্যালয় এবং শিক্ষক ও শিক্ষিকার নাম আছে তাদের বিরুদ্ধে আগামী তিন মাসের মধ্যে বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
যে সব স্কুল শিক্ষকরা সরকারি বেতন পাচ্ছেন, তারা কোন প্রাইভেট টিউশানের সাথে নিজেকে যুক্ত রাখতে পারবেন না। শিক্ষার্থীদের রিমিডিয়াল টিচিং দেওয়া যেতে পারে, তাও তা ব্যক্তিগত ভাবে নয়, স্কুলের মাধ্যমে। 
হাইকোর্টের পর্যবেক্ষন স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশান ছাত্র-ছাত্রী তথা অভিভাবকদের ওপর চাপ তৈরি করে।যদি কোন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ আসে,তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতে নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন