গত ২০২৪'র লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই গোটা কোচবিহার জেলা জুড়ে বিরোধীদের হাতে থাকা একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করে নেয় শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রায় প্রতিদিনেই বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে যায়।
প্রায় বিরোধী শূন্য হওয়ার দোরগোড়ায় কাছে এসে পৌঁছায় কোচবিহার জেলা। দল পরিবর্তনের এই নোংরা খেলায় বেশিরভাগ ক্ষেত্রেই লাগানহীন সন্ত্রাসের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ফলস্বরূপ কোচবিহার জেলা জুড়ে একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করে নেয় শাসক দল তৃণমূল কংগ্রেস।
নিজের এক সময়ের দলীয় কর্মীদের এই দল পরিবর্তনে কার্যত হতাশ হয়ে পড়ে নাটাবাড়ি ১ নং অঞ্চলের বিজেপি নেতৃত্ব। তৃণমূলীদের দাপটে তাদের তিন জন গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় নাটাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতে সংখ্যালঘিষ্ঠ হয়ে পড়ে বিজেপি।
কিন্তু পঞ্চায়েত আইনের গেরোয় প্রধান ও উপপ্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান না করায় অঞ্চলটি কার্যত বকলমে এখনও বিজেপির দখলেই রয়েছে।
যদিও তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডন্প্রতাপ দাপটে বিজেপির প্রধান ও উপপ্রধানের পক্ষ থেকে অঞ্চলে প্রবেশ করা এখনও অধরাই থেকে গেছে।
গতকাল নাটাবাড়ি বিধানসভার বিজেপি বিধায়ক মিহির গোস্বামী হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসা গ্রাম পঞ্চায়েত সদস্য সুকুমার দাস পুনরায় বিজেপিতে যোগদান করায় নাটাবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতে পুনরায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি।
গতকালের ওই কর্মসূচির পাশাপাশি বিজেপির তরফ থেকে জেলা ও স্থানীয় নেতৃত্ব আক্রান্ত কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে সংশ্লিষ্ট আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন ও প্রত্যেককে একটি করে ত্রিপল প্রদান করেন বিজেপির জেলা নেতৃত্ব।
নাটাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতে পুনরায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করায়, বিজেপি কর্মীরা মানসিকভাবে অনেকটা চাঙ্গা হবে বলে সেখানকার উপপ্রধান উৎপল বর্মন সেবা বিনোদন কে জানিয়েছেন।
Tags:
Natabari news